বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) গত ১৯ সেপ্টেম্বর, ২০২০ইং অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রুবায়েত হোসেন খানকে রংপুর জেলা শাখার আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্টি আহবায়ক কমিটির অনুমোদন করেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ রুবায়েত হোসেন খান। কটির অন্যান্য সদস্যরা হলেন শাহ মোঃ শফিক, মোঃ রফিকুল আলম, মোঃ ইসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক রঞ্জু, মোঃ এনামুল হক, মোঃ সাখাওয়াত হোসেন সাহান, মোঃ আবদুস সালাম ও মোঃ সিদ্দিক হাসান বাবু। এদিকে রংপুর জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করায় বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকসহ পরিচালনা পর্ষদের সকলকে রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানা হয়েছে।