বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

বাংলাদেশ দলিত পরিষদ রংপুর বিভাগীয় কমিটির ষান্মাসিক সমন্বয় সভা

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন পাস, খাস জমিতে দলিতদের অধিকার নিশ্চিত করা, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদান, রাজনৈতিক দলসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় দলিতদের অন্তর্ভুক্তি, দলিত হরিজন বেঁদে উন্নয়ন নীতিমালার সঠিক বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর বিভাগীয় কমিটির ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার নগরীর ধর্মসভায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর বিভাগীয় কমিটির ষান্মাসিক সমন্বয় সভায় নেতারা এসকল দাবী জানান। দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে, বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর সহযোগিতায় এবং বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর বিভাগীয় কমিটি এ ষান্মাসিক সভার আয়োজন করে।

 

বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মনিলাল দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি বৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএনএমসি এর জেলা এডভোকেসী প্লাটফর্মের সাধারন সম্পাদক পার্থ বোস ও এনএনএমসির সমন্বয়কারী মোঃ নুরুল আলম শুভ। তারা দলিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অধিকারহীনতার কথা তুলে ধরে বলেন, দলিত জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও তৃণমুল পর্যায়ে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। তারা দলিতদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় দলিতদের অন্তর্ভুক্তি ও তাদের মতামত গ্রহনের দাবীও জানান।

 

দলিত নেতারা ভূমিহীন দলিত পরিবারের মধ্যে খাস জমি বন্দবস্ত ও মুজিব শতবর্ষে গৃহহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক ঘর বিতরনের ক্ষেত্রে দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদানের দাবীও জানান। করোনাকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩২ টি নির্দেশনার মধ্যে ২২ নং নির্দেশনায় অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার প্রদানের বিষয় উল্লেখ থাকলেও স্থানীয় প্রশাসন তা বাস্তবায়ন করছে না।

 

বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) রংপুর বিভাগীয় কমিটির নিত্য ঋষি, দুখু রবিদাস, ভোলারাম রবিদাস, শ্রীকৃষ্ণ রবিদাস, প্রশান্ত রবিদাস, সুমনা শীল, ঈশিতা দাস, ও রনজিত রবিদাস। কর্মসূচীটি সমন্বয় করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম ও প্রজেক্ট অফিসার শাহানাজ আক্তার পলি। তারা আগামী ২১ মার্চ আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উদযাপন, বৈষম্য বিলোপ আইন পাস ও ভূমিহীন দলিত পরিবারের মাঝে ভুমি বন্দবস্তের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, সরকারী বিভিন্ন সেফটিনেট প্রকল্পে দলিতদের অগ্রাধিকার ও বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের দাবীতে স্থানীয় পর্যায়ে এডভোকেসী করাসহ আগামী ৬মাসের কর্মপরিকল্পনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!