বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রংপুর জেলা ও মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর ধর্মসভায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমনি শ্রী বিজয় কৃঞ্চ ভট্টাচার্য।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রংপুর জেলার আহŸায়খ অধ্যাপক শ্রী পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শ্রী শান্ত চক্রবর্তী।
সম্মেলনের প্রধান অতিথি বিপ্রশিরোমনি শ্রী বিজয় কৃঞ্চ ভট্টাচায বলেন, ব্রাহ্মণ সংসদ গঠন করা হয়েছে সারাদেশে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা ব্রাহ্মণ সমাজকে একত্রিত এবং ধর্মীয় শিক্ষার উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের জাগ্রত করতে। ব্রাহ্মণরা জাগ্রত হলেই সনাতন ধর্মাবলম্বীরা জাগ্রত হবে । তাই আমরা সবাই মিলেমিশে ব্রাহ্মণ সংসদকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
সম্মানিত অতিথি ছিলেন অর্থ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, বিভাগীয় যুগ্ম মহাসচিব বাসুদেব ব্যানার্জি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রচার সম্পাদক নিখিল চন্দ্র চক্রবর্তী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রণব মুখার্জী, যুব কিশোর সংসদের সভাপতি নবেন্দু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সংগ্রাম চক্রবর্তী।
আমন্ত্রীত অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবণ কুন্ডু, মহানগরের সভাপতি হারাধন চন্দ্র রায় হারা, সুব্রত সরকার মুকুল। উপস্থিত ছিলেন অনীম গাঙ্গুলী, মহানগর আহŸায়ক স্বপন ভট্টাচার্য্য, সদস্য সচিব সুকেন্দ্র ভট্টাচার্য, সদস্য দীপঙ্কর ভট্টাচায, বিশ^জিৎ ব্যনাজি, বাবলু নাগ প্রমুখ।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রংপুর জেলা ও মহানগর শাখার শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ শ্রী উদয় শংকর চক্রবর্তী।