বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন

‘বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করবে না ভারত’

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

বৃহস্পতিবার দুপুরে, সংবাদ সম্মেলেন এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশী হিসেবে এসব ঘটনা আমাকেও হতাশ করে। বাংলাদেশি কিছু দুষ্ঠু ব্যবসায়ী ভারতীয়দের সহায়তায় রাতের আঁধারে নানা রকম অনৈতিক কর্মকান্ড করে। অনেক সময় তাদের হাতে অস্ত্রও থাকে। তারা সীমান্ত বাহিনীকে আক্রমণ করে। তার প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটে। আমরা এসব অপরাধীদের দমনে যৌথ টহল ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। আশা করছি তা কমে আসবে।

রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান ভারতও চায়। রোহিঙ্গারা ফিরে না গেলে বাংলাদেশে সন্ত্রাসীদের উত্থান হতে পারে বলে মনে করে ভারত।

তিনি জানান, বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার টিকা দেবে ভারত। এছাড়া বৈঠকে, তিস্তার পানি বন্টন বিষয়ে, ভারত সরকার নমনীয় অবস্থান নিয়েছে। পেঁয়াজসহ অন্যান্য পণ্যের রপ্তানি বন্ধের আগে, বাংলাদেশকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ভুখন্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি ট্রাক যাওয়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অভিন্ন ছয় নদীর সীমানা নির্ধারণ ও বিবিআইএন মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্ট নিয়েও আলোচনা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!