রংপুর মিঠাপুকুর উপজেলার বাতাশন দূর্গাপুর গ্রামে কবরস্থানের জন্য জমি দান করা হয়। গত শুক্রবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার (বাবু হাজি) এবং সালমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, মোছা: উম্মে সালমা সরকার উক্ত জমি কবরস্থানের জন্য দান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবু হাজি এবং সালমা ফাউন্ডেশন এর পক্ষে রহমত মিয়া, আহমদ হোসেন, নওয়াব নবী, এরশাদ, এনামুল প্রমুখ। এছাড়াও হামিদা খাতুন, রহিমা খাতুন নামে দুটি কবরস্থান নামকরণ করা হয়েছে। দোয়া পরিচালনা করেন হাফেজ হাবিবুর রশিদ বিন আলী।