তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির নামে দিনে পদযাত্রা আর রাতে বিদেশিদের কাছে পথ ভ্রমণ। এদের কাÐকীর্তি দেখে বিদেশিরা আর পাত্তা দেয় না।
শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর কমিটি আয়োজিত স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত জোট কর্তৃক দেশব্যপি নৈরাজ্য,সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
মন্ত্রী বলেন,বিএনপি আবার পুরনো খেলা শুরু করেছে আগুন সন্ত্রসীদের নিয়ে ওরা মাঠে নেমেছে। বিগত দিনে তারা মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। স্কুল ঘর জ¦ালিয়ে দিয়েছে। ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে যানবাহনে পেট্রোল বোমা মেরে মুসল্লিদের হত্যা করেছে। ওরা মানুষ নয়,ওরা আগুন সন্ত্রাসী।
তিনি আরও বলেন, বিএনপি এখন পথহারা,ওদের কোন গন্তব্য নেই। বর্তমানে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ওরা বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে। আগে ছিল ২০ দলীয় জোট বর্তমানে ৩৪ দলীয় জোট গঠন করেছে। কয়েকদিন আগে ঢাকায় একটি সভায় ৩৪ দলের ৩৪ জন উপস্থিত ছিলেন। সামনে ছিলেন শতাধিক সাংবাদিক বন্ধুরা। ওনারা ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার সরকারকে উৎথাত করবেন, এত সস্তা নয়। নৈরাজ্যের বিরুদ্ধে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা শান্তি সমাবেশ করছি। এই সমাবেশ অব্যাহত থাকবে।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য সফুরা বেগম, রংপুর ২ আসনের সাংসদ আহসানুল হক টুটুল এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর কমিটির আহŸায়ক ডা.দেলওয়ার হোসেন, জেলা কমিটির আহŸায়ক শাহাদত হোসেন বকুল,যুগ্ম আহŸায়ক মাজেদ আলী বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক এড. আনোয়ারুল ইসলাম, মহানগরের সাবেক সভাপতি শাফিয়ার রহামন সফি প্রমুখ। বক্তারা স্বাধীনতার পরাজিত শক্তিকে প্রতিহত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর কমিটির যুগ্ম আহŸায়ক আবুল কাশেম।