রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায়। ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট পাঠানো। মোট ৬টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টা চালিয়ে সকাল ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপনের কাজ চলছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সরাসরি ভিডিওতে দেখা গেছে, মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন কয়েকজন। টিনশেড এই মার্কেটটিতে কাপড়েরর দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।