মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালের সাজসজ্জায় বেলুনের পরিবর্তে ব্যবহার করা হয় কনডম। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্ত কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে জরুরি বিভাগের ইনচার্জ রেজাউল করিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।সাজসজ্জায় কনডম ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অব্যাহতি পাওয়া রেজাউল।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্বরত ছয়জন স্টাফের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রেজাউল দোষী প্রমাণিত হয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডা. আব্দুস সোবহান বলেন, ‘রেজাউলও তদন্ত কমিটির কাছে ঘটনার স্বীকারোক্তি করে বলেছেন, বেলুন কম থাকার কারণে তিনি ভুলবশত এটা করে ফেলেছেন। তাকে ক্ষমা করে দেওয়ার আবেদনও তিনি জানিয়েছেন। ‘
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘বিজয় দিবসে হাসপাতাল কর্তৃপক্ষের ওই কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ’