শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ১ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
রবিবার (২০ ডিসেম্বর) ভোর ৩টা ৩০ মিনিটে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অফিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) এবং একই উপজেলার নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভারত সীমান্ত হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। সেই জন্য থানার কয়েকজন পুলিশ সদস্যকে গোপনে সেখানে অবস্থান করার নির্দেশ প্রদান করি। এক পর্যায়ে ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, হাকিমপুর (হিলি) থানা একটি সীমান্তবর্তী থানা। খুব অল্প সময়ের মধ্যেই মাদক ব্যাবসায়ীরা ভারত হতে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকে। পুলিশের পক্ষে একাই সম্ভব না মাদক নিয়ন্ত্রন করা। এই জন্য সব প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পুলিশের পক্ষ হতে এই মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!