দিনাজপুরের বিরামপুরে পল্লীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করে আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিনাইল ইউনিয়নের বগড়া গ্রামের রতন মহন্তের ছেলে পংকজ মহন্ত (১৯) বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খেলার ছলে প্রতিবেশীর ৫ বছরের মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার পরিবারের লোকজন ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ধর্ষককে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে থানায় মামলা হয়েছে।
থানার ওসি সুমন কুমার মহন্ত মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে পংকজ মহন্ত নামে এক যুবককে শুক্রবার আদালতে সোপর্দ করে এবং ধর্ষিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।