রংপুর সহ বিভাগের বিভিন্ন জেলায় বিরামহীনভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অব্যাহত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। লঘুচাপের কারণে আরও দুই-একদিন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে লঘুচাপের কারণে দেশের নদী বন্দরে ১ নম্বর এব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। রংপুর নগরীর আদর্শ পাড়ার হাবিব নগর,কামার পাড়া,সমগ্র বাবু খাঁ, কোতয়ালী থানা রোড,মুলাটোল,মুন্সিপাড়া,পাক পাড়া,আবহাওয়া অফিস,চারতলার মোড়,মাস্টারপাড়া,রংপুর রেলওয়ে স্টেশন,চকবাজার,কামাল কাছনা সহ বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে জনসাধারণ চরম দূর্ভোগে পড়ছে। সরোজমিনে গিয়ে দেখা যায় বিশেষ করে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার মোস্তফার নিজ এলাকা হাবিব নগরে সামান্য বৃষ্টি হলে পানি শোষণে প্রচুর সময় লাগে ।
এলাকাবাসী অভিযোগ করেন,স্থানীয় কাউন্সিলারের কাছে অভিযোগ করেও সমাধান পাননি ।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত বরিশালে 14.8 মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।