বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার আয়োজনে নগরীর ধাপ লালকুঠি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের হল রুমে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫/১০/২০২০ সোমবার বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, বিটিএ, কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষক নেতা মো. মাসুম হসান উপস্হিত ছিলেন। বক্তারা বলেন মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানান ।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিটিএ রংপুর জেলা শাখার সভাপতি জনাব মো. আতিয়ার রহমান প্রামানিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিটিএ রংপুর মহানগর সভাপতি মোছা. আয়শা সিদ্দিকা উপস্হাপনা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক জনাব শাহ মো. লুৎফর রহমান। জেলা সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মো. নুরুজ্জামান বকুল বক্তব্য রাখেন।