সেলফ ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন রংপুর জেলা শাখা বাংলাদেশ সেলফ ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন,রংপুর জেলা শাখা সদস্য সংগ্রহ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত মঙ্গলবার রাতে জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সম্মানীত অতিথি ছিলেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ।
বাংলাদেশ সেলফ ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় সিনিয়র মহাসচিব শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কনক, আলী আহম্মদ, শিমুল, শামীম, মিথুন,কয়েল প্রমুখ। মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে শহীদুল ইসলামকে আহবায়ক করে এক বছর মেয়াদী আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক-কনক, অলি আহমেদ, সদস্য সচিব-সালেক, যুগ্ম সদস্য সচিব-শিমুল, মিথুন, কয়েল, শামীম, মাসুদরানা, জাহাঙ্গীর আলম, কালা । এসময়ে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, নুরুজ্জামান, জিয়া, রানা, মুরাদ, জিয়াউর রহমান, পাপ্পু, মোস্তফা, শাহাআলম, ইমদাদ, মইনুল, তাহের প্রমুখ।