বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। আগামী ১ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেবেন মামলার ৬০ জন সাক্ষী। এর আগে ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৫ আসামির মধ্যে কারাগারে আছেন ২২ জন। তাদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক আছেন তিন আসামি।
১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে নির্যাতনের কারণে মারা যান বুয়েট ছাত্র আবরার। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।