জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণে বাধা প্রদান ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী উগ্র মৌলবাদী ধর্ম ব্যাবসায়ীদের বিচারের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর এর বিশাল মানববন্ধন আয়োজন করা হয়।
শনিবার বিকেলে রংপুর টাউন হলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মোঃ জুননুন। জোটের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ, জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ডালু এর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৃত্য শিল্পী সংস্থার সভাপতি আজিজুল ইসলাম, ভাইবোন শিল্পীগোষ্ঠীর নার্গিস রহমান,
শিখা সংসদের আব্দুল মালেক, এ্যাডভোকেট সুমন, হাসান আলী,মাসুদ রানা, দেবদাস ঘোষ দেবু প্রমুখ।