ভুয়া কোম্পানীর এজেন্ট নিয়োগের নামে মহানগরসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় ৫’শ ব্যক্তিকে চাকরি দেয়ার নামে প্রায় ৪ কোটির টাকা হাতিয়ে নেয়া প্রতারককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতার হওয়া প্রতারকের নাম তরিকুল ইসলাম। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বারহাট্টা দামপাড়া এলাকার আব্দুস সাত্তারের পুত্র। শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানউপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।
প্রেসবিফিংয়ে বলা হয়, ২০২০ সালে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে কোম্পানীর ভুয়া গঠন করে এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের সাতটি জেলা ও উপজেলায় (লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুর) অফিস চালু করেন গ্রেফতারকৃত তরিকুল ইসলাম। তার সহযোগীদের সহযোগিতায় মুক্তাপানি ও টিএমএফ কোম্পানীর এজেন্ট নিয়োগ দেওয়া হবে মর্মে পত্রিকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে রংপুর মহানগরসহ বিভাগের ৬ শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হওয়ার জন্য আবেদন করে। এর পর প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে গ্রহণ করে গ্রেফতারকৃত তরিকুলসহ তার সহযোগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে প্রায় ৪ কোটিরও অধিক টাকা হাতিয়ে নেয়। পরে মুক্তাপানির এজেন্টদের পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুর থেকে ঢাকা পালিয়ে যায়।
গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভুগীগণ প্রতারণার অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে কোতয়ালী থানায় তরিকুলের নামে প্রতারণার অপরাধে মামলা দায়ের হয়। পরবর্তীতে পুলিশ কমিশনার মেট্রো ডিবি এর নিকট মামলাটি হস্তান্তর করেন।
রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ মামলাটি তদন্তভার গ্রহণ করে প্রধান প্রতারক তরিকুল ও তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রাখেন। এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুলকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, উক্ত অভিযানে বগুড়া জেলা (শিবগঞ্জ থানা) সার্বিকভাবে সহায়তা করেন। এছাড়াও গ্রেতারকৃত মোঃ তরিকুল ইসলাম বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চায়না কোম্পানীসহ বিভিন্ন বেনামী কোম্পানী এবং বিভিন্ন মন্ত্রণালয়/অফিসে (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নিয়োগ দেয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তরিকুলের ঢাকার নিকুঞ্জে একটি বিলাসবহুল বাসভবনে রয়েছে বলে বলে বিফিংয়ে উল্লেখ করা হয়।