সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

মাইক্রোবাসটিকে ঠেলে এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন, গেটম্যান ও গেটবার নিয়ে ধোঁয়াশা!

এপ্লাস অনলাইন
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরণা দেখে মাইক্রোবাসে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটক নিহত হয়েছেন। মাইক্রোবাসটিকে ঠেলে এক কিলোমিটার পর্যন্ত দূরে নিয়ে যায় মহানগর প্রভাতী নামের ট্রেনটি।শুক্রবার (২৯ জুলাই) বেলা পৌনে ১টায় পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরণা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরণা দেখতে আসেন মাইক্রোবাসের চালকসহ ১২ যুবক। ঝরণা দেখা শেষে বেলা পৌনে ১টার দিকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আরেকজন আহত হন।
আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতাল পাঠায়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পরপরই মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, মহানগর প্রভাতী নামে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, মাইক্রোবাসে থাকা ১১ যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ১ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে তারা সকলেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার  আমান বাজার এলাকা থেকে ঝরণা দেখতে এসেছিলেন।
দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সময় গেটবার দেওয়া ছিল। মাইক্রোবাসের চালক গেটবার সরিয়ে লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ আনসার আলীকে।

এদিকে দুর্ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ গেটম্যান ও গেটবার নিয়ে নানা বক্তব্য দিয়ে গেলেও প্রত্যক্ষদর্শীদের কথায় তৈরি হচ্ছে নানা প্রশ্ন, এ নিয়ে কাটছে না ধোঁয়াশা!
দুর্ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, গেটবার তুলে মাইক্রোবাসটি লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনার শিকার হয়। অথচ ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীদের কথা অনুযায়ী, গেটম্যান গেটবার কিছুই ছিল না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

এ প্লাস ডিজিকম সার্ভিস

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!