ঘুঁরে দাড়াবো আবার, সবার জন্য মানবাধিকার এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ছে বিশ্ব মানবাধিকার দিবস।
(১০ ডিসেম্বর বৃহস্পতিবার ) বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালিটি পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
করোনায় যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট জিয়াউল হাসান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালেহ আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর মহানগর শাখার সাধারণ সমপাদক আতিকুল ইসলাম কল্লোল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার শামীম আকতার, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ রহমান লাবু, সহঃ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আফজাল, আফতাবুজ্জামান হিরু, সহঃ প্রচার সম্পাদক সৌরভ, সদস্য গোলাম মোস্তফা মনি, আব্দুল হামিদ, তৌহিদুল ইসলাম তুহিন, শাহিনুর ইসলাম গাজী, খায়রুল হুদা, তপু, বাবুল, রাসু, সুধীর কুমার রায়, সঞ্জিত কুমার রায়, সুজিত চন্দ্র রায় প্রমুখ।