বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, মিত্থুকের দল হলো বিএনপি, মিথ্যাচারই তাদের সম্পদ। আওয়ামীলীগ যখন উন্নয়নের মধ্যদিয়ে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের পথে, অথচ বিএনপির নেতাকর্মীরা তখন উন্নয়ন দেখে না, শুধু ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে মির্জা ফখরুলরা। তারা দেশটাকে শ্রীলঙ্কা দেখতে চায়। দেশের বিরুদ্ধে মিথ্যা আজগুবি তথ্য পরিবেশনে ব্যস্ত। তারা এমনভাবে মিথ্যা কথা মিডিয়ার সামনে বলে, যেন সত্য বলছেন কিন্তু বলছেন সব মিথ্যা কথা। বিএনপি রাজাকার, স্বাধীনতা বিরোধীদের দল। ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা দল। শনিবার বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রংপুর টাউনহল পাবলিক লাইব্রেরী মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ যখন ২০০৮ সালে ক্ষমতায় আসে তখন খালেদা জিয়া বলছিলো বাংলাদেশ ভারত হয়ে যাবে, দেশের সর্বত্র উলুধনি দিবে। অথচ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্¦ আদালতে মামলা করে ভারত মায়ানমার থেকে সমুদ্র জয় করে। সরকারি অর্থায়নে একযোগে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ
করেন। এই সরকার দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু বানায়, মেট্রোরেল করে, কর্ণফুলি টানেল নির্মাণ করে। করোনাকালীন সময়ে বিশে^র নামী দামী দেশ যখন দিশেহারা তখন বাংলাদেশ সবার আগে করোনার টীকার ব্যবস্থা করে, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখে। সেই উন্নয়ন বিএনপির নেতাকর্মীদের ভালো লাগে না, বিএনপি আজকে গণতন্ত্রের কথা বলছেন, অথচ তারা অবৈধভাবে ক্ষমতায় এসে দল গঠন করে। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়। আমাদের সময় এসেছে রাজাকারের দল বিএনপিকে চুড়ান্তভাবে বয়কট করা।
শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল
কাশেম ও জেলার যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল।