সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশ ঘটিয়েছে বলে দাবি করেছে বিএনপি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা রুখতে ‘আন্ত:আঞ্চলিক কূটনৈতিক’ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি।
আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
রোহিঙ্গা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্র নীতি আজ মিয়ানমারের কাছে স্পষ্ট। এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করেই মূলত মিয়ানমার সেনাবাহিনী সম্পূর্ণ অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে সেনা সমাবেশ করার দুঃসাহস দেখাচ্ছে। এই অপতৎপরতা রুখতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।