জাতির জনক ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশন এর অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক তত্বাবধানে সহযোগিতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ও বিভাগীয় ক্যারম প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর শনিবার ক্যারম প্রতিযোগিতা রংপুর ক্রীকেট গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা ও বিভাগীয় ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিব আহসান। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন লিয়ন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহঃ সভাপতি নুর শাহীন ইসলাম লাল, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, সদস্য রুবায়েত হোসেন খান, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, শামছুল আলম প্রমুখ। বিভাগীয় ক্যারম প্রতিযোগিতায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা ও বিভাগীয় পর্যায়ে চাম্পিয়ন হয় ছেলেদের মধ্যে জিহাদুল ইসলাম, রানারআপ হয় আলমগীর হোসেন, মেয়েদের মধ্যে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে চাম্পিয়ন হয় ভাবনা, রানারআপ হয় ফাহমিদা । অনুষ্ঠান পরিচালনা করেন ক্যারম ফেডারেশনের কো-অর্ডিনেটর জাফরুল আহসান বাবুল।