মুজিববর্ষ উপলক্ষে রংপুর সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে বৃক্ষরোপন,ফলদ,বনজ,ঔষধি গাছের চারা বিতরন ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরন কর্মসুচি পালিত হয়।
গতকাল উপজেলার দেওডোবা ডাংগীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমী। উপজেলা স্কাউট কমিশনার মোছাঃ তৌহিদা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ এস আর ফারুক, রংপুর জেলা স্কাউট কমিশনার সিদ্দিকুর রহমান এলটি, বাংলাদেশ স্কাউটস এর সহকারি পরিচালক সুধির চন্দ্র বর্মন এএলটি, জেলা সম্পাদক জাকিউল ইসলাম,উপজেলা স্কাউট সম্পাদক শামসুল আলম, উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ গোলাম আজম, কদমতলি দাখিল মাদ্রাসা সুপার আব্দুল জলিল,খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান বক্তব্য রাখেন। ৩৫ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার কাব ও স্কাউট বালক বলিকা এ কর্মসুচিতে অংশ নেয়।