মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সনদ প্রদান আয়োজন করা হয়। ৪/১০/২০২০ রোববার রংপুর মহানগরীর রেলষ্টেশন বাবুপাড়া জ্ঞানালোক গ্রন্থাগারের আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার ও সনদ বিতরণ করেন জ্ঞানালোক গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন গ্রন্থাগারের সহ সভাপতি মোঃ শাহিন হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শমসের আলী, নির্বাহী সদস্য ওয়াহিদ মুরাদ, খাজিদা বেগম, লাইব্রেরীয়ান নিতা দাস, সহকারী লাইব্রেরীয়ান রিমা বেগম প্রমুখ।