জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) রংপুর জেলা শাখা আয়োজিত যক্ষা রোগ নিয়ন্ত্রনে গণ সচেতনতা বৃিদ্ধতে অবঃ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সদস্য গণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার অবঃ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কার্যালয় সভাকক্ষে অনুিষ্ঠত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নাটাব রংপুর জেলা সভাপতি শাহ্ধসঢ়; মোঃ নবীউল্লাহ্ধসঢ়; পান্না। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসর সরকারী কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক ডা: মো: ফজলুল হক, টিবি কিøনিক কন্সালটেন্ট ডা: মো: মাহমুদুল হাসান। সভায় শুভেচ্ছা বক্তব্য ও নাটাবের পরিচিতি এবং মতবিনিময় সভার লক্ষ উদ্দেশ্য প্রত্যাশা সম্পর্কে অবহিত করেন নাটাব রংপুর জেলা শাখার সেক্রেটারী হোসেন আবেদ আলী। সভায় আলোচকগণ বলেন দুই সপ্তাহ বা অধিক সময়ব্যাপী কাশি যক্ষা রোগের প্রধান লক্ষণ হিসাবে চিহ্নিত। নিয়মিত ও নির্দিষ্টি মেয়াদ পর্যন্ত ঔষধ সেবন করলে এই রোগ হতে সম্পূর্ণ সুস্থ্য হওয়া সম্ভব এবং সম্পূর্ণ বিনামূল্যে যক্ষা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।
সচেনাতার অভাবে অনেকেই যক্ষার লক্ষন দেখা সত্বেও চিকিৎসার আওতায় আসছে না। ফলে এদের হাচি ও কাশির মাধ্যমে পরিবারের সদস্য সহ অন্যরা আক্রান্ত হচ্ছে। এদের কে সনাক্ত করে চিকিৎসার আওতায় এনে সুস্থ্য করে তোলার জন্য সুশিল সমাজের প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা রাখা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সভা পরিচালনা করেন নাটাব রংপুর বিভাগীয় প্রতিনিধি মোঃ কাওছার উদ্দীন। যক্ষা রোগ চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ব্র্যাক ম্যানেজার মোঃ আতাউর রহমান।