যুক্তরাষ্ট্রে ছাত্রদের সাথে যৌন অসদাচরণ করার অভিযোগে দেশটির বিভিন্ন এলাকা থেকে ৬ নারী শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। খবর নিউইয়র্ক পোস্ট।
ডানভিলের বাসিন্দা এলেন শেল। ওই নারী শিক্ষকের বয়স ৩৮ বছর। তার বিরুদ্ধে ১৬ বছর বয়সী দুই ছাত্রের সাথে যৌন সম্পর্ক করার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উডলন এলিমেন্টারি স্কুলের শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন শেল। এর আগে ল্যাঙ্কাস্টার এলিমেন্টারি স্কুলে নিযুক্ত ছিলেন তিনি।
একই ধরনের অভিযোগ উঠেছে আরকানসাসের শিক্ষিকা হেদার হ্যারের (৩২) বিরুদ্ধে। তিনি একজন কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে ওকলাহোমার ২৬ বছর বয়সী নারী শিক্ষক এমিলি হ্যানকককেও গ্রেফতার করা হয়েছে।
ক্রিস্টেন গ্যান্ট নামের ৩৬ বছর বয়সী আরেক নারী শিক্ষকের বিরুদ্ধেও আছে একই অভিযোগ। স্কুলের ভেতরেই কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জেমস ম্যাডিসন হাই স্কুলের শিক্ষিকা আলেহ খেরাদমান্দের বয়স ৩৩ বছর। তার বিরুদ্ধেও আছে যৌন অসদাচরণের অভিযোগ।