রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ উত্তরের বিভিন্ন জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ১৯ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
ভূকম্পনটির উৎপত্তিস্থল ভারতের সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীনে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান ঢাকা পোস্টকে বলেন, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দূরে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূ-পৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল ৮ দশমিক ৪ কিলোমিটার।