রংপুর মহানগরীর শালবন মিস্ত্রিপাড়ার মা ছেলে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, (০১.১০.২০২০) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মা রোকেয়া বেগম (৩৫), ছেলে রুম্মান (১২) কে নিয়ে জুম্মাপাড়ার করিমিয়া নুরুল উলুম হাফিজিয়া মাদরাসায় যাওয়ার পথে বাড়ি থেকে বের হয়ে ছোট ছেলে রিপন পিছন দিক থেকে যাচ্ছিল মায়ের পিছে পিছে এক পর্যায় পা পিছলে কেডি ক্যানালে পড়ে যায় রিপন। রিপন কে পানি থেকে উদ্ধার করতে মা রোকেয়া বেগম লাফ দেয়।
পরে রুম্মান ও ভাই রিপন ও মা রোকেয়া কে উদ্ধারের জন্য চিৎকার দিয়ে পানিতে লাফ দেয় এতে মা ও ছেলে রিপন ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকাবাসি টের পেয়ে তিনজনকেই উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিস এর লোক জন তিন জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মা রোকেয়া ও ছেলে রিপন কে মৃত ঘোষনা করে।
পরে রুম্মন কে সুস্থ্য অবস্থায় বাড়িতে রেখে যায়। জানা গেছে রিপন স্থানীয় শালবন মিস্ত্রিপাড়া সরকারি প্রাতমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। রিপনের বাবা জমির উদ্দিন ভ্যানে করে কাচা তরকারির ব্যবসা করে। এলাকাবাসি আরও জানিয়েছে মা ও ছেলে কেউই সাতার জানত না বলে তাই তাদের এই করুণ মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসি। এ নিয়ে এলাকায় শোকের মাতম ছড়িছেয়ে।