রংপুর মহানগরীর তাজহাট কানুনগো রোড এলাকায় চাষী এগ্রো কেয়ারের গুদামে অভিযান চালিয়ে অবেধভাবে সার মোড়ক ও বাজারজাত করার অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাশিতাতুল ইসলাম ও মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক যৌথভাবে ওই অভিযান চালায়। এসময় ওই কারখানটিতে বিপুল পরিমান খাইলান্ড থেকে আমদানি করা জিপসাম, বোরনসহ বিভিন্ন সারের কাচামাল একত্রিত করে কেমিস্ট ও ল্যাব ছাড়াই সেগুলো বাজারজাত করার জন্য মোড়কজাত করা হতো।
অভিযান শেষে নির্বাহিী ম্যাজিষ্ট্রেট প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আব্দুল জাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ১০ দিনের মধ্যে কেমিস্টসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি ঠিক করার নির্দেশনা দেন এবং যে কোন ধরনের পন্য বাজারজাত না করার আদেশ দেন।