গত শুক্রবার জুমা‘র নামায আদায়ের মধ্য দিয়ে রংপুর মহানগরীর ১১নং ওয়ার্ডের বিন্নাটাড়ী এলাকায় নবনির্মিত ‘দক্ষিন বিন্নাটাড়ী বায়তুল এহসান জামে মসজিদ’র শুভ উদ্বোধন করেন এলাকাবাসী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকইসবপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ রজ্জব আলী, যুগিপাড়া আহম্মদ আলী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা এবং উত্তর পীরজাবাদ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সহিদুর রহমান রাজা, রাধাকৃষ্ণপুর চৌমুহনী জামতলা জামে মসজিদের সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালীম, দক্ষিন বিন্নাটাড়ী ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আবু আলম প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে অত্র এলাকার মুসল্লীদের ইবাদতের জন্য নবনির্মিত এই মসজিদটির গুরুত্ব তুলে ধরে নিয়মিত সালাত আদায়ের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। মসজিদের জন্য জমি দান করেন জুয়েল রানা। তিনি ওই এলাকার মৃত. সহিদুর রহমানের ছেলে। এই নতুন মসজিদটি নির্মাণ করায় এলাকার মুসল্লীদের নামাজ পড়া আরো সহজ হবে বলে মনে করেন স্থানীয়রা।
নামায আদায় শেষে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা ও দোয়া মাহফিলে আল্লাহর সন্তুষ্টি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গনেশপুর বকুলতলা হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।
মসজিদটির উন্নয়নকল্পে সকলের সহযোগীতা অব্যাহত রাখার আহবান জানান মসজিদ কমিটির সাধারন সম্পাদক জুয়েল রানা। এ সময় মসজিদ কমিটির সকল সদস্যসহ অত্র এলাকার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।