রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী নির্মান শ্রমিক লীগের কমিটি গঠন বাংলাদেশ আওয়ামী নির্মান শ্রমিক লীগের রংপুর জেলা শাখার অধিনে পীরগাছা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় পার্কের মোড়ে আওয়ামী নির্মান শ্রমিক লীগের রংপুর জেলা কার্যালয়ে জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রীস আলির সভাপতিত্বে এক সভায় পীরগাছা উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
আওয়ামী নির্মান শ্রমিক লীগের পীরগাছা উপজেলা শাখার সভাপতি পদে যোগদান করেন আব্দুল হাসিম ও সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল হক রানু।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইন ও শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রানা মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলাল মিয়া, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবু তাহের, সহ ৫১ টি পদের নাম ঘোষণা করা হয় জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রীস আলী নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্য বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে সকলকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।