নৌকা প্রতীক নিয়ে রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল।
তিনি পেয়েছেন ৯৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদন্দী সহকারী অধ্যাপক আজিজুল হক পেয়েছেন ৪৪৭৮ ভোট। বিএনপির প্রার্থী ফিরোজ শাহ ২৯৮ এবং ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ৩০২ ভোট পেয়েছেন।
এর মধ্য দিয়ে পৌরসভায় প্রথমবারের মতো নগরপিতার পরিবর্তন হলো। ১৯৯৯ সালে বদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে টানা ২২ বছর এই পদে ছিলেন উত্তম কুমার সাহা।
টুটুল চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রাথী সহকারি অধ্যাপক আজিজুল হক। বদরগঞ্জ পৌরসভায় মোট ভোট ১৯ হাজার ৭৮২। মহিলা ভোটার ১০ হাজার ৬০ এবং ৯ হাজার ৭২২।