মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাথরুমের দরজা ভেঙে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১০ পেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহ পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চার বছর ধরে বাড়ির পাশে জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা আবাসিক বালিকা মাদ্রাসায় পড়াশুনা করছিলো খুশি। মঙ্গলবার রাতে বাথরুম থেকে দীর্ঘক্ষণ বের না হলে অন্যান্য শিক্ষার্থীরা খুশিকে ডাকাডাকি করেন। এতেও সাড়া না দিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে জানায় পুলিশ।