রোগীদের অমানবিক নির্যাতনের অভিযোগে রংপুরে মেডিকেল পূর্বগেট এলাকায় প্রধান মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছে রোগীদের স্বজন ও স্থানীয়রা। এসময় পুশিকে খবর দেওয়া হলে অভিযুক্তরা পালিয়ে যায় । পুলিশ কেন্দ্র বন্ধ করলেও অভিযুক্তরা শটকে পড়েছে ।
লোহার পাইপ দিয়ে এক রোগীকে মারধর করার খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঐ রোগীর কয়েকজন স্বজন প্রধান মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নামে এই প্রতিষ্ঠানে যায়। এসময় প্রায় সব রোগীর চিকিৎসার নামে নিজেদের উপর চলা শারিরিক নির্যাতনের ফলে সৃষ্ঠি দেখা ক্ষত দেখিয়ে উদ্ধারের আকুতি জানায়। রোগীরা লৌমহর্ষক বর্ণনা দিতে জানায় লোহার পাইপ দিয়ে মারপিট করায় অনেকের পিঠে কোমর হাটুতে রক্তাক্ত জখম জানায় । নির্যাতনের সময় অনেককে উলঙ্গ করে ও চোখে মরিচের গুড়া দেওয়ার অভিযোগ করে তারা। এমনকি কয়েকজন রোগী মলমূত্র জোর করে খাওয়ানোর অভিযোগ করে।
চিকিৎসার নামে চলা লৌমহর্ষক নির্যাতনের খবর পেয়ে অন্যান্য রোগীর স্বজনরা রাতেই ছুটে এসে কেন্দ্রের অভিযুক্ত লোকজনের উপর চড়াও হয়। একিকে পুলি গিয়ে শারিরিক নির্যাতনের আলামত পাওয়ায় রোগীদের সেখান থেকে উদ্ধার করে। উপস্থিত স্বজনদের কাছে তাদের হস্তান্তর করে। ঘটনায় অভিযুক্তরা পালিয়েছে
সেখানে মোট ২১জনকে গাদাগাদি করে ছোট্ট দুটি ঘরে ফ্লোরের উপর রাখা হয়েছিল। থাকা,রান্নাঘরসহ সম্পূর্ণ কেন্দ্রে অস্থাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কায়সার জানান, পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হবে।