বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন

রংপুরের মিঠাপুকুরে দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে পাকা বসতঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর (সদর) ইউনিয়নের ধলারপাড়া গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের বাসিন্দা রংপুর থেকে প্রকাশিত দৈনিক তিস্তা সংবাদের মিঠাপুকুর প্রতিনিধি মোতাহার হোসেন। পৈতৃক সূত্রে তাঁর বসতবাড়িতে ভাই ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করছেন।

 

বৃহস্পতিবার পূর্ব শক্রতার জেরে একই গ্রামের আবুল হোসেন ও তার ২ ছেলে হিরু মিয়া এবং হিমু ইসলাম কয়েকজন সন্ত্রসী নিয়ে হামলা চালিয়ে দেশীয় অস্ত্রের মুখে টাইল্সযুক্ত একটি পাকাঘর ও মূল্যবান ফিটিংস ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সাংবাদিক পরিবার।

এ ঘটনার পরেও প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আবারও হামলা ও নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে সাংবাদিক মোতাহার হোসেন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে কঠোর আইনী ব্যাবস্থা নেয়া হবে। Aplusnews.live

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!