আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত জয়ীতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় রংপুরের মুন্সিপাড়ায় মৃত বীর মুক্তিযোদ্ধা জায়েদুল আলম এর কন্যা সন্তান এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী তিনি ২০২০ জয়ীতা অন্বেষণে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে প্রথম রংপুর সদর উপজেলায় শ্রেষ্ঠ জয়ীতা ও পরবর্তীতে রংপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা হিসেবে নির্বাচিত হন।
৯ ডিসেম্বর বুধবার বেগম রোকেয়া সরকারী স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বেগম রোকেয়া দিবসে জয়ীতাদেরকে সম্মাননা পদক, সনদ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
রোকেয়া দিবসে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এম.পি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহনাজ পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এইচ.এন আশিকুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক কাওসারা পারভীন ।