হারাগাছ পৌরসভার বিভিন্ন মাদ্রাসা মেনাজ বাজার হাফিজিয়া মাদ্রাসা,রমিছা বেগম নূরানি হাফিজিয়া মাদ্রাসা,ধুমেরকুটি মাদ্রাসা, মিলনবাজার হাফিজিয়া মাদ্রাসা , সারাই বাইতুল আমান হাফিজিয়া মাদ্রাসায় প্রায় ৩০০ শিক্ষার্থীদের মাঝে রাতের আধাঁঁরে শীতবস্ত্র ও মাক্স বিতরণ করেন হেনা টাইলস এন্ড ফ্যাক্টরীর পরিচালক মোঃ সৌরভ আল (কবীর),
সাথে ছিলেন ফ্যাষ্টরীর ম্যানেজার আব্দুল আউয়াল বিশিষ্ট সমাজ সেবক মনজুদার রহমান সহ অনেকে।
এসময় ফ্যাক্টরীর পরিচালক সৌরভ আল কবীর বলেন অসহায় ছিন্নমূল মানুষেরা এই শীতে অনেক কষ্ট করছে, যেহেতু রংপুর সহ উত্তরাঞ্চলে শীতের দাপট অনেক বেশি সেহেতু আমরা আমাদের ফ্যাক্টরীর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যহত রাখছি শুধু আমরা নই সমাজের সকল বৃত্তবান মানুষদের কে শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর আহবান করেন তিনি।
ফ্যাক্টরীর ম্যানেজার আব্দুল আউয়াল বলেন আমরা আমাদের সাধ্যমত ইতিম খানার ইতিম বাচ্চা দের পাশে দাড়িয়েছি মানবিকতার কথা চিন্তা করে তিনি সকল বৃত্তবান মানুষদের মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন তিনি আরো বলেন পর্যায়ক্রমে হারাগাছের প্রতিটি জায়গায় তাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
(খবর বিজ্ঞপ্তি)