শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেলেন মোসলেমা বেগম নামে এক গৃহবধূ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
মারা যাওয়া মোসলেমা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়া বন্দরের সেলিম মিয়ার স্ত্রী।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, শুক্রবার রাতে মোসলেমা তার রুমের ভেতরে আগুন পোহাতে গিয়ে তার শরীরের কাপড়ে আগুন লেগে যায়। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। তার শরীরের ৯৫ ভাগ ভাগ পুড়ে গেছে।
কার্টিস্ট: উত্তরের সময়