২০২১ সালের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট। ঠিক ১ মিনিট ঘড়ির কাটায় আসতেই রংপুর শহরের আকাশে একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যায়।
সেই সময় রংপুরের বিভিন্ন এলাকায় আকাশে নতুন বছরের ফানুস উড়তেও দেখা যায়।
মুহূর্তের বিভিন্ন বাড়ির ছাদ ও শহরের বিভিন্ন স্পট থেকে শত শত আতশবাজি দেখা যায় আকাশে। আতশবাজির আলোক ঝলকানি ও শব্দে সবাই বলে উঠে হ্যাপি নিউ ইয়ার-২০২১।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে আতশবাজির শব্দে আর আকাশে আলোর উৎসবে নগরবাসী সবাই নতুন বছরকে স্বাগত জানায়। পুরাতন সব খারাপ ও দুঃসহ সৃতিকে পেছনে ফেলে, করোনাসহ সব গ্নানি মুছে নতুন এক প্রত্যাশা ও স্বপ্নে শুরু হয় সবার নতুন বছর।
এ বছরে সবার না পারাকে ছুড়ে ফেলে সম্ভাবনার এক বছর হিসেবেই দেখতে চায় নগরবাসী।
রাত ১২টা ১মিনিটে শহরের বিভিন্ন দেখা যায় বাসার ছাঁদে উৎসব উদযাপন করতে।এছাড়াও শহরের প্রাণকেন্দ্রে মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে স্বাগত জানিয়ে আতশবাজির সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি পুরাতনকে বিদায় জানায়। একইসঙ্গে বিভিন্ন ছাদ থেকে উড়ানো রঙ রেরংয়ের ফানুস আকাশে উড়তে দেখা যায়।
এদিকে রংপুরে থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়