কারমাইকেল কলেজে অধ্যয়নরত বদরগঞ্জের আদিবাসী মেধাবী ছাত্রী রুখিয়া রাউত কে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যা এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর প্রেস ক্লাব চত্বরে এনএনএমসি ফাউন্ডেশনের রংপুর জেলা ও বদরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম মানববন্ধন করে।
গত শনিবার মানবন্ধন কর্মসূচিতে মাপা, বেগম রোকেয়া নারী সংগঠন, পেশাজীবী ফোরাম, আরডিআরএস, স্বর্ননারী এসোসিয়েশন, নর্থবেঙ্গল ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্টস্ অর্গানাজেশন, বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, ইয়ূথ এন্ডিং হাঙ্গার, সুজন-সুশাসনের জন্য নাগরিক, উপজেলা আদিবাসী ফোরাম প্রভৃতি সংগঠন ও নেটওয়ার্কসমূহ সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, মাপার এ্যাড. মুনির চৌধুরী, কর্মসূচিতে মৃত রুখিয়া রাউত এর পিতা দিনেশ রাউথ, এনএনএমসি কো-অর্ডিনেটর মোঃ নূরুল আলম শুভ, বদরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সম্পাদক শ্যামল টুডু, রংপুর জেলা অ্যাডভোকেসি অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি মনিলাল দাস, রংপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সম্পাদক পার্থ বোস, সুজন রংপুর মাহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু সহ মানববন্ধনে অংশগ্রহণকারী বিভন্ন সমমনা সংগঠনের প্রতিনিধি বৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা রংপুরে আদিবাসী ছাত্রী রুখিয়া রাউত কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।