রংপুরে সুরচর্চা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এ শ্লোগান কে সামনে রেখে গত ০৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশে^র সকল মাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে “মায়ের মতো আপন কেহ নাই” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ২৫” অনুষ্ঠিত হয়।
সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বর্ণনারী এসোসিয়েশন রংপুর এর সভাপতি এবং আরডিআরএস বাংলাদেশ এর অবসর প্রাপ্ত পরিচালক জনাব মঞ্জুশ্রী সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়ন্তী রানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজারহাট, কুড়িগ্রাম।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সুস্মিতা বনিক,সুশান্ত সরকার,ডলি বনিক, মুক্তা রানী, সুলতানা ইয়াসমিন ও বিপ্লব রায়। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস এর তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি গান পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থী ও নিজস্ব শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন,সূপর্না সরকার জয়া,সুহৃদ বনিক,সঞ্চয়িতা রায় মেঘলা ও আলমাস আজিম সিদ্দিকী শাহরুখ।
উল্লেখ্য সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শিশু- কিশোরদের সংগঠনের অন্তর্ভুক্ত করে তাদের মানসিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত এ সংগঠন টি করোনা কালের শুরু থেকে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ভাবে এ অনুষ্ঠান টি পরিচালনা করে আসছে যা প্রশংসার দাবি রাখে।