১ অক্টোবর ২০২০ ৩০ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রংপুরে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। প্রবীণ অধিকার বিষয়ে কাজ করা রংপুর আঞ্চলিক এনজিও ও শেয়ার ফাউন্ডেশন যৌথভাবে দিবসটি পালন করে। করোনার কারণে র্যালী ও আলোচনা সভা না থাকলেও ভিন্নভাবে এবার দিবসটি পালন করা হয়। প্রবীণ দিবস উপলক্ষে শেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে রংপুর জেলা প্রশাসন, সিভিল সার্জন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবীণ দিবসের ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়।
বৈশ্বিক মহামারীর বার্তা প্রবীণদের সেবায় নতুন মাত্রা এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল রংপুরে যথাযথ মর্যাদায় প্রবীণ দিবস পালন করা হয়। এসময় অটো রিক্সা প্রবীণ দিবসের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজিয়ে গংগাচড়া উপজেলা ও রংপুর জেলার বিভিন্ন অফিস, বিভিন্ন স্থাপনাসহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করা হয়। করোনা প্রতিরোধ ও সচেতনতায় গংগাচড়া উপজেলা ও রংপুর জেলার বিভিন্ন অফিস, বিভিন্ন স্থাপনা, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় লিফলেট ও প্রবীণদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।