রংপুরের গঙ্গাচড়ায় কু প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীতে পড়া এক ছাত্রীকে মধ্যরাত রাতভর ধর্ষণ করেছে এক যুবক ।
ঘটনাটি ঘটেছে উপজেলার গজঘন্টা ইউনিয়নের উমর টেন গ্রামে । এ ঘটনায় কিশোরীর বাবা ১৮ নভেম্মবর ঙ্গলবার গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় উমর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে এক সন্তানের পিতা আল আমিন (২৭) বিগত কয়েক মাস থেকে একই এলাকার নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে কোচিং যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতো। উত্ত্যক্ত করার এক পর্যায়ে আণুমানিক ১০ দিন আগে আল আমিন ঐ কিশোরীকে কু প্রস্তাব দেয় ।
এতে সারা না পেয়ে গত ১৮ নভেম্বর মধ্য রাতে কিশোরিটি রাতে বাড়ির বাহিরে টয়েলেটের জন্য গেলে আগে থেকে ওত পেতে থাকা আলামিন তার কয়েকজন সঙ্গী সহ ঐ কিশোরীর মুখ চিপে ধরে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে তার থাকর ঘরে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে । ধর্ষণের এক পর্যায়ে কিশোরিটি অজ্ঞান হয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায় ।
পরদিন সকালে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে আলামিনের বাড়ি থেকে উদ্ধার করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুসান্ত কুমার পাল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(সূত্র : রপুরের কন্ঠ)