বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

রংপুরে এইচএসসিতে ১৬ হাজার পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
বাড়িতে বসে কম্পিউটারে রেজাল্ট দেখছে শিক্ষার্থীরা

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় রংপুর জেলার মোট অংশ গ্রহণের প্রায় ৪ ভাগের একভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ।

রংপুরে ২৫ হাজার ২৫৪ জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪ জন। এই বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ১৪ হাজার ৮৭১ জন।

এছাড়া গাইবান্ধায় ১৬ হাজার ৭৮০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৩৫ জন, নীলফামারীতে ১৩ হাজার ৬৪৪ জনের মধ্যে ১ হাজার ৬০৬ জন, কুড়িগ্রামে ১৩ হাজার ৩৯ জনের মধ্যে ১ হাজার ৭২ জন, লালমনিরহাটে ৭ হাজার ৯৪৮ জনের মধ্যে ৫১৫ জন, দিনাজপুরে ২৩ হাজার ৫৮৭ জনের মধ্যে ২ হাজার ৬৯০ জন,ঠাকুরগাওয়ে ১০ হাজার ৮৫৯ জনের মধ্যে ১ হাজার ১৪৩ জন,পঞ্চগড়ে ৭ হাজার ৬২৪ জনের মধ্যে ২৯৬ জন জিপিএ-৫ পেয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকী সাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানাগেছে।

 

এই বোর্ডে এবার ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৭ হাজার ২৯৭ এবং ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৫৭৪ জন। বিভাগের ৮ জেলায় ৬৫৭ কলেজের শিক্ষার্থীরা মোট ২০২ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

করোনার কারণে এইচএসসিতে অটোপাশে শতভাগ পাশ এবং জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড। উল্লেখ্য করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

বেশিরভাগ শিক্ষার্থী ঘরে বসে ইন্টােরনেটের মাধ্যমে কম্পিউটার বা মোবাইলে তাদের ফলাফল দেখে উচ্ছাস প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!