বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রংপুর শাখার আয়োজনে মঙ্গলবার থেকে ২দিনব্যাপী মিনিমাম ইনটাইটেল সার্ভিস পেকেজেস (দুর্যোগকালীন সময়ে অত্যাবর্শকীয় সেবা প্রদান) এমআইএসপি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান।
প্রশিক্ষণ কার্যক্রমে রংপুর শাখার সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি, এফপিএবি রংপুর শাখা শহিদুল আনাম তুহিন, সহ- সভাপতি, এফপিএবি রংপুর শাখা মিসেস মালেকা বেগম, ও জাতীয় কার্যনির্বাহী কমিটি যুব সদস্য শওকত রায়হান।
প্রশিক্ষণ অনুষ্ঠানে এফপিএবি, জাতীয় কার্যালয় থেকে সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক প্রোগ্রাম ডা. সঞ্জীব আহমেদ। প্রশিক্ষণে জানানো হয়, দূর্যোগ বা সংকট কালে নারী ও শিশুদের জীবনসব চেয়ে বেশি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। যা প্রায় শতকরা ৮০%। এ সময় অক্ষমতা, নিরাপত্ত াহীনতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ঝুকিসহ, মৃত্যু ও অন্যান্য সামাজিক অসামঞ্জস্যতা দেখা দেয়।
আইপিপিএফএর সদস্য সংগঠন হিসেবে এফপিএবি, কৌশলগত পরিকল্পনা ২০১৬-২০২২ অর্জনের লক্ষ্যে এফপিএবির ৭টি শাখার মাধ্যমে সংকট থেকে বেঁচে থাকা এবং সংকট পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য তথ্য এবং সেবা প্রদানে সহযোগিতায় এই প্রকল্পের মাধ্যমে কাজ করা যাবে। এই প্রকল্পে জলবায়ু পরিবর্তনে বেঁচে যাওয়া পরিবার গুলিতে গর্ভবতী নারী, স্তন্য দানকারী মায়েরা, কিশোর-কিশোরী ও যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা, তথ্য প্রদান ও চিকিৎসা সেবা প্রদানে সহযোগি হিসেবে সরকারী ও বেসরকারী পর্যায়ে সংস্থা সমূহের পাশাপাশি কাজ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর শাখার দায়িত্ব প্রাপ্ত জেলা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ## হুমায়ুন কবীর মানিক, রংপুর।। ০১৯১৭০৮৬৬৮৬।। ১০.১১.২০২০