রংপুর মহানগরীর ধাপ ইঞ্জিনিয়ারপাড়াস্থ স্টাফ কোয়ার্টারের মাঠ থেকে শনিবার বিকাল সাড়ে ৪টায় একটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। এক পর্যায়ে নগরবাসির মধ্যে এই বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মহানগরীর ১৯নং ওয়ার্ডের ধাপ ইঞ্জিনিয়ারপাড়াস্থ স্টাফ কোয়ার্টার মাঠে শনিবার বিকালে স্থানীয় যুবকরা ব্যাটমিন্টন খেলার জন্য কোট তৈরি করছিলেন। এ সময় একটি গ্রেনেড আকৃতির একটি বস্তু দেখতে পান তারা। পরে বিষয়টি নিয়ে অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসআই মামুনুর রশিদ মামুন জানান, ধাপ ইঞ্জিনিয়ারপাড়ায় বোমা পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড গ্রেনেড আকৃতির পুরাতন একটি বস্তু দেখতে পাই। পরে হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর বোমা ডিজপোজাল টিমের কাছে দেয়া হয়েছে। এদিকে, পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর সদস্যরা রবিবার দুপুর সোয়া ১২টায় রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে নিস্ক্রিয় করেন।