রংপুরের পীরগঞ্জ উপজেলায় গাছের নীচে চাপা পড়ে একজন শ্রমিক নিহত হয়েছে । নিহত শ্রমিক উপজেলার ঝাড়বিশলা গ্রামের বোরহান মন্ডলের পুত্র মোতাহারুল মন্ডল । তার বয়স ৪০ বছর।
শুক্রবার সকালে ঝাড় বিশলা বনবীটে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, মোতাহারুল শ্রমিক হিসাবে অন্যান্যদের সঙ্গে উক্ত বনে গাছ কাটছিল । এ সময় অসাবধান বশতঃ কর্তনকৃত গাছের নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই মোতাহারুল মারা যায়।