রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন রংপুর বাসীর দীর্ঘদিনের দাবী ছিল একটি উন্নত মানের চক্ষু হাসপাতাল প্রয়োজন ছিল। এই চক্ষু হাসপাতালের উদ্বোধনের মধ্যে দিয়ে তা বাস্তবায়িত হতে যাচ্ছে। তবে এ হাসপাতালে যেন গরীব মানুষ অল্পটাকায় চিকিৎসা সেবা পায় সেদিকে লক্ষ রাখতে হবে। গতকাল শনিবার দুপুরে রংপুর চক্ষু হাসপাতাল আর-কে রোড সংলগ্ন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্মুখে পশ্চিম গনেশপুরে চক্ষু হাসপাতাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ নইম উদ্দিন আকন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. শামীমা নাজমা মল্লিকা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর চক্ষু হাসপাতাল এর পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আশিকুর রহমান বাবু, সেক্রেটারী এ্যাড. আলহাজ্ব মোঃ জাহেদুল ইসলাম সিদ্দিকী। সহযোগীতায় ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইদ্রিস আলী, হসপিটাল ম্যানেজার শ্রী সুব্রত পাল। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে ও ফলক উন্মোচন ও দোয়া মুনাজাত করা হয়।