রংপর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকা হতে র্যাব-১৩ একটি বিশেষ আভিযানিক দল ‘আল্লার দল’ এর ০২ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে রংপর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য মোঃ সাদেকুল আকন্দ এবং রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকা হইতে ‘আল্লার দল’ এর অন্য সক্রিয় সদস্য মোঃ মোস্তাফিজার রহমান কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সাদেকুল আকন্দ এবং মোঃ মোস্তাফিজার রহমান দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে ।তারা নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।