রংপুর নগরীর চিকলি পার্কে বাংধাদেশ জাতীয়বাদী যুবদলের রংপুর বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহŸায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রুহুল আমিন আকিল, চৌধুরী মহিবুল্লাহ আবু নুর, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, সাব্বির আহমেদ দীপু, আব্দুল জব্বার খান,সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ পল্লী উন্নয়ন সম্পাদক শাহিন ফারুক প্রমুখ। অনুষ্টানে সভাপতিত্ব করেন কেন্দ্রেীয় যুবদলের সহ সভাপতি রংপুর বিভাগ ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব দলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এইচএম সাইফুল্লাহ রুবেল,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ মুকুল, রংপুর জেলা বিএনপির আহŸায়ত সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু,মহানগর বিএনপির আহŸায়ক শামসুজ্জামন সামু,সদস্য সচিব এড. মাহাফুজ উন নবী ডন।
বক্তারা এই সরকারের পতন ঘটানোর জন্য সকল নেতাকর্মীদের রাজপাথের আন্দোলনে অংশ নেওয়ার আহŸান জানান। দেশের মানুষ শান্তিতে নেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে। আগামীতে পাতানো নির্বাচন আর করতে দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এদেশের মানুষকে সাথে নিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হবে অবাধ সুষ্ট এবং জনগণের সরকার কায়েম হবে। আজ সময় এসছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার আহŸান জানান নেতারা।
রংপুর বিভাগের আট জেলা ও আটান্নটি উপজেলা হতে বিএনপির যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামণা করে মোনাজাত করা হয়।
আসাদুজ্জামান আফজাল