৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে টাউন হলে আলোচনা সভা রংপুর বিভাগীয় সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে টাউন হল চত্ত¡রে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূয়া, বিশেষ অতিথি ছিরেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ জিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, অতিরিক্স জেলা পুশিল সুপার মারুফ।
সভাপত্বি করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল। স্বগত বক্তব্য রাখেন সমবায় রংপুর বিভাগ যুগ্ম নিবন্ধক মোহাম্মদ আবুল বাশার, বিভাগীয় সমবায় কার্যালয়ের উপপরিচালক প্রাশাসন শাহিনুল ইসলাম, জেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আলম।